ভারতের দীর্ঘস্থায়ী দূর্দশার নির্ণয় থেকে নিরাময়ের একটি প্রচেষ্ঠা
আমাদের বৃহত্তর জনগোষ্ঠীর পশ্চাদবর্তী ও অবস্থার ক্রমাবনতির পরিস্থিতি কোনও গোপন বিষয় নয়।
ভারতের প্রায় ১১০ কোটি মানুষ অত্যন্ত দরিদ্র ও দূর্দশাগ্রস্থ অবস্থায় বেঁচে আছে। তারমধ্যে ৪০
শতাংশ মানুষ জড়িয়ে রয়েছে মাওবাদী, নকশালবাদী, উগ্রপন্থী ও সরকার বিরোধী কাজকর্মে। সমাজের সব
স্তরের মানুষ অসন্তুষ্ট ও হতাশ। প্রতিবাদ আর আন্দোলন এখন আমাদের দেশে নিয়মিত বিষয়। আমাদের
আইনসভা ও কার্য নির্বাহীদের ধারাবাহিক ব্যর্থতা আর মেনে নেওয়া যায় না। আমাদের স্বাধীনতার জন্য
সংগ্রামের মৌলিক লক্ষ্য আমাদের অবশ্যই তৈরী করতে হবে। মহামান্য বিচার ব্যবস্থার সহায়তায়
কেন্দ্রে এবং রাজ্যে দায়িত্বপূর্ণ ও দায়বদ্ধ প্রশাসন প্রতিষ্ঠা ক’রে তা পূরন করতে চাওয়ার লক্ষ্যেই
এই গ্রন্থটির অবতারনা। সংবিধানের তৃতীয় ও চতুর্থ অংশে যে অবিভেদ্য মৌলিক লক্ষ্যের কথা বলা
হয়েছে সেই ভাবে মানুষের দুঃখ কষ্টের প্রতি সরকারকে সংবেদনশীল হতে হবে।
আমরা কোনোভাবেই বসে বসে দেখতে পারি না যে আমাদের দেশ চরম দূর্দশাগ্রস্থ হয়ে পড়বে এবং
আমাদের জনসাধারণের বৃহত্তর অংশ চোখের সামনে দুঃখ কষ্টের মধ্যে দিনাতিপাত করবে।
এই বইয়ের তৃতীয় অংশে সঠিক প্রশাসনের সহায়তায় কিভাবে আমাদের দেশকে সমৃদ্ধশালী ও শক্তিশালী
ভারতে রূপান্তরিত করা যায় তার দিক নির্দেশ ও পথ নির্দেশ দেওয়া আছে। যে সমস্যাগুলি দেশকে ঘিরে
ধরেছে এবং তার নির্দিষ্ট সমাধান ভারতের মানুষ তা এই গ্রন্থ থেকে অনুধাবন করবেন ব’লে আশা করা
যায়।
Reviews
There are no reviews yet.